নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার ধারক দাবি করলেও এই সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের ওপর সবচেয়ে বেশি নিপীড়ন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্দুকের জোরে তারা মানুষের সব অধিকার হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। সাবেক মেয়র-বীর মুক্তিযোদ্ধে সাদেক হোসেন খোকার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় তিনি একথা বলেন। অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র, মহান মুক্তিযুদ্ধে গেরিলা কমান্ডার সাদেক হোসেন খোকার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভা করে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। এতে রাজনীতিবিদরা বলেন, দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে সাদেক হোসেন খোকা সব মত পথের মানুষকে সাথে নিয়ে আজীবন দেশের জন্য কাজ করে গেছেন।
সভায় বিএনপি নেতারা বলেন, কর্মীঅন্তপ্রাণ সাদেক হোসেন খোকার চলে যাওয়া রাজনীতি, দেশ ও জাতির জন্য অপুরনীয় ক্ষতি। গনতন্ত্র পুনরুদ্ধারে তার মতো সাহসী ও দক্ষ নেতার এখন বড়ই প্রয়োজন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, রাজনীতি, মানবসেবা, সংস্কৃতি, ক্রীড়া সহ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাদেক হোসেন খোকা তরুন প্রজন্মের কাছে বাতিঘর হয়ে থাকবেন।
জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।