বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াতে দ্রুত সময়ে ও অল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধনী-গরিব সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সাধারণ মানুষের কথা চিন্তা করে বিচারপতিদের মামলার রায় ইংরেজির পাশাপাশি বাংলায় লেখারও আহ্বান জানান শেখ হাসিনা।
বুধবার ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। । এসময় তিনি বলেন, ধনী-গরিব সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে । আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যেকোনো ঘটনার বিচারই আন্তরিকতার সাথে করেছে। বিচার বিভাগের স্বাধীনতাসহ আইন অঙ্গনের অবকাঠামো উন্নয়ন ও আইনগত সংষ্কারের সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবনমান উন্নত করতে সরকারের নানা উদ্যোগ ও সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী।