বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই দলটির কাছে নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভরাডুবি টের পেয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রয়াস চালাচ্ছে। সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার ও সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই।
বিরোধী দল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে, সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে বিরোধী দলেরও শেখার আছে। কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির দলগত কোন ভূমিকা নেই। বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।