বিএনপির অগ্নিসন্ত্রাস বরদাস্ত করা হবে না- হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, জনগণকে সাথে নিয়ে এসবের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। বিএনপিকে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসারও আহ্বান তার। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, করোনার কারণে ঢাকায় ভোটারের উপস্থিতি আশানুরূপ হয়নি। অভিযোগ করেন, বিএনপির কৌশলই নির্বাচনকে বিতর্কিত করা। ওবায়দুল কাদের বলেন, অতীতের মতোই বিএনপি আবারো আগুন সন্ত্রাস শুরু করেছে। এসব বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথাও জানান ওবায়দুল কাদের।