দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যতই বিপন্ন-মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ভাস্কর্য ও মূর্তির মধ্যে পার্থক্য বোঝেনা, তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও চর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে।
সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে বিএনপি কি করে স্বাধীনতা রক্ষা করবে? প্রশ্ন রাখেন তিনি। এদিকে চলচ্চিত্র নির্মাতাদের সাথে সচিবালয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী জানান, ওয়েব সিরিজ দেখার প্লাটফর্ম ওটিটি’কে আইনের আওতায় আনতে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। ভাস্কর্য ও মূর্তির মধ্যে পার্থক্য নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী।