বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, এক দলীয় শাসন প্রতিষ্ঠার জন্য দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার। বিরোধী নেতা-কর্মীদের গুম-খুন, নির্যাতন অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। হতাশ না হয়ে গণতন্ত্রের প্রয়োজনে জেগে ওঠার আহবানও জানান, বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আলোচনা সভা করে, বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে।
পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় সরাসরি যোগ দিতে না পারলেও অন লাইনে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। দেশে সু-শাসন ও আইনের শাসনের অভাব রয়েছে জানিয়ে গুম হওয়া নেতা-কর্মীদের ফেরত দেয়ার দাবি জানান, বিএনপি মহাসচিব। অপশক্তিকে পরাজিত করতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবানও জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান বাংলাভিশন, ঢাকা।