বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একজন ব্যক্তির ইচ্ছায় দেশ চলছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। রাজধানীর বাউনিয়া বাঁধ পুকুরপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, কড়াই, পাতিল, প্লেটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বলেন, বস্তিতে কারা আগুন দিচ্ছে সরকারের তা তদন্ত করে বের করা উচিত।
অবিলম্বে বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানান গয়েশ্বর চন্দ্র। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। সেজন্য আইনের শাসনও নেই। এ অবস্থায় দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। বিজয়ের এই মাসে স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র পুনরুদ্ধার করা জরুরি বলে মন্তব্য করেন বিএনপির এই প্রবীণ নেতা।