তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের সাফল্যে উদ্ভ্রান্ত হয়ে প্রলাপ বকছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সম্পাদক ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী জানান, বিএনপি নিজেরা দুর্নীতির চিন্তা করে বলে সবকিছুতে সরকারের লুটপাট দুর্নীতি দেখছে। তিনি বলেন, প্রিন্ট মিডিয়ায় বেশকিছু পুঞ্জিভূত সমস্যা রয়েছে, ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়েও ঘাপলা রয়েছে এবং অনেকে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেনি। কিছু পত্রিকার প্রচার সংখ্যার সাথে বাস্তবতার মিল খুবই কম উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন এ অবস্থায় প্রকৃত প্রচার সংখ্যা কত এবং তারা সাংবাদিক-কর্মচারিদের ঠিকমতো বেতন-ভাতা দেয় কি না সে বিষয়ে খুঁটিনাটি তদন্ত করা হবে। বৈঠকে সম্পাদক ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী তাদের ১০ দফা দাবির স্মারকলিপি তথ্যমন্ত্রীর হাতে তুলে দেন।