বিপুল ভোটে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ।
বুধবার দিবাগত রাত রাত দুইটায় ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। জানানো হয়, ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্র থেকে আসা ফলাফলে এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ প্রতীক) প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। স্থগিত আছে দুটি কেন্দ্রের ফল ঘোষণা।
বিচ্ছিন্ন সহিংসতায় দুই জনের প্রাণহানী ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বুধবার ভোট চলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো পুরো নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। নির্বাচন কমিশন জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং নারী ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন। নির্বাচনে ভোট পড়েছে ৪ লাখ ৩৬ হাজার ৫৪৩টি। বাতিল হয়েছে ১ হাজার ৫৩টি ভোট। ভোট গ্রহণের হার ২২ দশমিক ৫২ শতাংশ।