বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ নয়; প্রতিপক্ষ ছিলো পুলিশ। চট্টগ্রাম সিটি নির্বাচনকে ‘রক্তাক্ত নির্বাচন’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়াপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, সাবেক হুইপ শওকত চৌধুরী। জাতীয় পার্টির সাবেক এই এমপির বিএনপিতে যোগ দেয়াকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন দেশের মানুষ এভাবেই ঘুরে দাঁড়াবে একদিন। বিনা ভোটে নির্বাচিত সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে তিনি বলেন নির্বাচন নির্বাচন খেলা করে পুরো নির্বাচনী ব্যবস্থাকে ভেঙ্গে দিয়েছে সরকার। চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকার প্রশাসনকে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এরপরও বিএনপি নির্বাচনে যায়। কারণ বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়; পেছনের দরজা দিয়ে অন্যভাবে নয়।