অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট মাঠে ফিরছেন সাকিব আল হাসান। মিরপুরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনা খেলবে তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে। এর আগে, দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। ঢাকা দলটির মূল ভরসা মুশফিকুর রহিম। দলের অধিনায়কও বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। রাজশাহীর জন্য দু:সংবাদ হয়ে এসেছে সাইফুদ্দিনের ইনজুরি।
শনিবার অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। রাজশাহীর প্রথম তিন ম্যাচ খেলা হচ্ছে না তার। তবে আকর্ষণের কেন্দ্রে দিনের দ্বিতীয় ম্যাচটি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দল জেমকন খুলনার অধিনায়ক আরেক আইকন মাহমুদউল্লাহ রিয়াদ। সন্ধ্যা সাড়ে ছয়টার ম্যাচে খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। যার নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল।