আরব আমিরাতের মঙ্গলে পাঠানো মহাকাশযান “হোপ” লাল গ্রহের ছবি পাঠিয়েছে। বুধবার গ্রিনিচ মান সময় ২০:৩৬ মিনিটে ছবিটি তোলা হয়। মঙ্গলপৃষ্ঠ থেকে ২৪ হাজার ৭০০ কিলোমিটার দূরত্ব থেকে ছবিটি তুলেছে হোপ। খবর বিবিসির।
মঙ্গলের কক্ষপথে ঢোকার একদিন পরেই ছবিটি তুলেছে ‘হোপ’। গত সপ্তাহ মঙ্গলবার মঙ্গলে পৌঁছেছে আমিরাতের মহাকাশ যান। ফলে প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলে বৈজ্ঞানিক উপস্থিতি প্রমাণ করেছে দেশটি। ছবিতে উপরে বাম দিকে মঙ্গলের উত্তর মেরু চোখে পড়ে। মাঝখানে সূর্যের আলোয় ভোরবেলা আলোকিত হতে থাকা মঙ্গল। সেখানে অলিম্পাস মন্সকেও দেখা যাচ্ছে যা শুধু মঙ্গলেরই নয়, সমগ্র সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি। রাত ও দিনের যে সীমানা চোখে পড়ছে সেটি কথিত ‘টার্মিনেটর’।
ছবিতে পাশপাশি থাকা তিনটি আগ্নেয়গিরি হল- অ্যাসক্রেয়াস মন্স, প্যাভোনিস মন্স ও আর্সিয়া মন্স। এছাড়া, পূর্বদিকে মঙ্গলের গিরিখাত ভ্যালেস ম্যারিনারিস দেখা যাচ্ছে যা মেঘে ঢাকা অবস্থায় রয়েছে।
বিভি/এইচএস/এনজি