জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং জিএম কাদের বলেন, সম্পূর্ণ কৃত্রিমভাবে এরশাদের শরীরের বিভিন্ন অঙ্গ সচল রাখা হয়েছে।
এসব যন্ত্র তার শরীর থেকে খুলে ফেলা হলে কী অবস্থা হবে, সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেন জিএম কাদের। তিনি বলেন, চিকিৎসকরা এরশাদকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কিডনি ঠিক মতো কাজ করছে না বলেও জানিয়েছে চিকিৎসকরা। তবে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর মতো শারীরিক অবস্থা এরশাদের নেই বলেও জানান জিএম কাদের।